Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কি সেবা কিভাবে পাবেন

নাগরিক সেবা

ক্র.নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজপত্র  

প্রাপ্তিস্থান

সেবা মূল্য

সেবা প্রদানের 

সময়সীমা

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা 

নামপদবিফোন  -মেইল)

বন্দি সংক্রান্ত প্রদত্ত সেবা সমূহ

১.

বন্দির আত্মীয় –স্বজন  বন্ধুবান্ধবের সাথে 

সাক্ষাতের ব্যবস্থা করণ;

 (ক) সাধারণ হাজতী বন্দি
কারাগারের সিনিয়র জেল সুপার বরাবর সরাসরি আবেদনপত্র দাখিলের পর সাক্ষাতের ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতি ১৫ (পনের) দিন অন্তর সাক্ষাতের সুযোগ রয়েছে এবং এক সাথে  ০৪(চার) জন সর্বোচ্চ ২০ মিনিট সাক্ষাত করতে পারেন।
নির্ধারিত আবেদন ফরম,  
কারা ফটক

বিনামূল্যে

আবেদনপত্র দাখিলের 
পর সর্বোচ্চ ১ ঘন্টা

ডেপুটি জেলার

ফোনঃ ০১৭৬৯৯৭১০১৭

 মেইলঃ srjailsuperrangpur@gmail.com
(খ) সাধারণ কয়েদি ও ফাঁসির দন্ডপ্রাপ্ত বন্দি
কারাগারের সিনিয়র জেল সুপার বরাবর সরাসরি আবেদনপত্র দাখিলের পর সাক্ষাতের ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতি ০১(এক) মাস অন্তর সাধারণ কয়েদি বন্দি ও প্রতি ১ (এক) মাস অন্তর ফাঁসির দন্ডপ্রাপ্ত বন্দির সাক্ষাতের সুযোগ রয়েছে এবং এক সাথে ০৪(চার) জন সর্বোচ্চ ২০ মিনিট সাক্ষাত করতে পারেন।
নির্ধারিত আবেদন ফরম,  কারা ফটক
বিনামূল্যে
আবেদনপত্র দাখিলের 
পর সর্বোচ্চ ১ ঘন্টা

ডেপুটি জেলার

ফোনঃ ০১৭৬৯৯৭১০১৭

 মেইলঃsrjailsuperrangpur@gmail.com

(গ) ডিভিশন প্রাপ্ত বন্দি  কারাগারের সিনিয়র জেল সুপার বরাবর সরাসরি আবেদনপত্র দাখিলের পর সাক্ষাতের ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতি ১৫ দিন অন্তর সাক্ষাতের সুযোগ রয়েছে এবং এক সাথে ০৪(চার) জন সর্বোচ্চ ২০ মিনিট সাক্ষাত করতে পারেন।

 নির্ধারিত ফরমে আবেদনপত্র

 প্রত্যেক সাক্ষাত প্রার্থীর 

এক কপি পাসপোর্ট  সাইজের ছবি

 জাতীয় পরিচয়পত্রের ফটোকপি

 ৪। সাক্ষাত প্রার্থীদের মোবাইল নম্বর।
বিনামূল্যে আবেদনপত্র দাখিলের 
পর সর্বোচ্চ ১ ঘন্টা

ডেপুটি জেলার

ফোনঃ ০১৭৬৯৯৭১০১৭

 মেইলঃsrjailsuperrangpur@gmail.com

(ঘ) জঙ্গী, টপটেরর ও অন্যান্য স্পর্শকাতর বন্দি
কারাগারের সিনিয়র জেল সুপার বরাবর সরাসরি আবেদনপত্র দাখিলের পর সাক্ষাতের ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রতি ১ (এক) মাস অন্তর সাক্ষাতের সুযোগ রয়েছে এবং এক সাথে ০৪(চার) জন সর্বোচ্চ ২০ মিনিট সাক্ষাত করতে পারেন।

 নির্ধারিত ফরমে আবেদনপত্র

 প্রত্যেক সাক্ষাত প্রার্থীর 

এক কপি পাসপোর্ট  সাইজের ছবি

 জাতীয় পরিচয়পত্রের 

ফটোকপি

 ৪। সাক্ষাত প্রার্থীদের মোবাইল
 নম্বর।
বিনামূল্যে আবেদনপত্র দাখিলের 
পর সর্বোচ্চ ১ ঘন্টা

ডেপুটি জেলার

ফোনঃ ০১৭৬৯৯৭১০১৭

 মেইলঃsrjailsuperrangpur@gmail.com