স্থাপিত ১৮৬৪ খ্রিঃ |
কেন্দ্রীয় কারাগার রুপান্তর ১৯৯৭ খ্রিঃ |
০১. পটভূমিঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের আওতাধীন কারা অধিদপ্তর কর্তৃক পরিচালিত উত্তর জনপদের বিভাগীয় শহর রংপুরে অবস্থিত রংপুর কেন্দ্রীয় কারাগার বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী কারাগার। ১৮৬৪ সালে জেলা কারাগার হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে ১৯৯৭ সালে এটিকে কেন্দ্রীয় কারাগারে উন্নীত করা হয়। রংপুর কেন্দ্রীয় কারাগার এ বিভাগের একমাত্র কেন্দ্রীয় কারাগার। |
০২. ভূমির পরিমানঃ | সর্বমোট ভূমির পরিমাণ ২৫.১৭ একর |
|
কারাভ্যন্তরেঃ ৬.৪৪ একর |
|
বাহিরেঃ ১৮.৭৩ একর |
০৩. ধারণ ক্ষমতাঃ | পুরুষ- ৮৩১ জন |
|
মহিলা- ৪৪ জন |
|
সর্বমোট=৮৭৫ জন |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস